ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মুসলিমদের দুঃসংবাদ প্রাপ্তির বাক্যাংশ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎) হল কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হল "আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী"।[১] এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع‎‎, অনুবাদ 'প্রত্যাবর্তন'‎) নামেও পরিচিত।[২] সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে,[৩][৪] বিশেষ করে যখন একজন মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করে। 

আরবি চারুলিপিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

কুরআনে উল্লেখ

এই দোয়া কুরআনে সুরা বাকারার ১৫৬ নং আয়াতে উল্লেখ করা হয়েছে।

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ۝ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ ۝

অর্থ: "এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।"[কুরআন ২:১৫৫–১৫৬ (অনুবাদ করেছেন মুহিউদ্দীন খান)]

হাদিসে উল্লেখ

সুনান আত-তিরমিজীতে উল্লেখ করা হয়েছে যে, আবু সালামাহ্ থেকে বর্ণিত— রাসুলুল্লাহ (স.) বলেছেন:

তোমাদের কারো উপর কোন বিপদ এলে অবশ্যই সে যেন বলে: (আরবি: إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا; ‎, অনুবাদ ''নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমাদেরকে অবশ্যই তাঁর দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ! তোমার নিকট আমি আমার বিপদের প্রতিদান চাই। অতএব তুমি আমাকে এর প্রতিদান দাও এবং এর বিনিময়ে ভালো কিছু দান কর।'‎)

— সুনান আত-তিরমিজী, হাদিস নং ৩৫১১; উম্মে সালামা থেকে বর্ণিত অনুরূপ একটি হাদিস সহিহ্ মুসলিমে উল্লেখ করা হয়েছে (সহীহ মুসলিম, হাদিস নং ৯১৮)।

তথ্যসূত্র

  1. "al-Baqarah 2:156"। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮ 
  2. "Istirja"ইনফর্ম্‌ড কমেন্ট। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  3. "Islam Question and Answer - The believer's attitude towards calamities"। IslamQA। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১ 
  4. "When one is struck by calamity (trouble)"। iSunnah। ১৫ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ

🔥 Top keywords: বিশেষ:অনুসন্ধানপ্রধান পাতাপায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রবাংলাদেশবাংলাদেশের জাতীয় বাজেটমিয়া খলিফারবীন্দ্রনাথ ঠাকুরবিড়ালকাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)লোকনাথ ব্রহ্মচারীআফছারুল আমীনবাংলা ভাষাচট্টগ্রাম-১০ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রসমূহের তালিকাপদ্মা সেতুমোহনদাস করমচাঁদ গান্ধীবাংলা ভাষা আন্দোলনবাংলা বাগধারার তালিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাইউটিউবহাঁসবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাবিশ্ব পরিবেশ দিবসবিভিন্ন দেশের মুদ্রাপশ্চিমবঙ্গগান বাংলাপ্লাস্টিক দূষণরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাসবুজ টিয়াবাংলাদেশের বিদ্যুৎ খাতমৈমনসিংহ গীতিকাআমবন বিড়ালশেখ হাসিনাছয় দফা আন্দোলনঢাকা মেট্রোরেলম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবহিন্দুধর্মআসসালামু আলাইকুমবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহঘাসফড়িংআনন্দবাজার পত্রিকাফেসবুকবিকাশসুন্দরবনমোহাম্মদ সাহাবুদ্দিনমুহাম্মাদঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজীবনানন্দ দাশবেদে জনগোষ্ঠীজিয়াউর রহমানটিয়াবাংলাদেশ আওয়ামী লীগকরমন্ডল এক্সপ্রেসমাইকেল মধুসূদন দত্তজয়নুল আবেদিনকলকাতাবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়জুমার নামাজকৃষ্ণসৌদি আরবযোনিইসলামে বিবাহভারতের স্বাধীনতা আন্দোলনবকবেগম রোকেয়াসমবায় অধিদপ্তরভারত বিভাজনপিরামিডতুরস্কআল্লাহর ৯৯টি নামবাংলাদেশ সেনাবাহিনীওয়ালাইকুমুস-সালামশরৎচন্দ্র চট্টোপাধ্যায়মার্কিন যুক্তরাষ্ট্রজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (বাংলাদেশ)রেজেপ তাইয়িপ এরদোয়ানকুরআনইসলামচট্টগ্রামটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাজীববৈচিত্র্যরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)স্বামী বিবেকানন্দবাংলাদেশী টাকামুঘল সাম্রাজ্যঢাকাবিশ্ব দিবস তালিকাবাংলাদেশের রাষ্ট্রপতিরাজশাহী বিশ্ববিদ্যালয়পর্যায় সারণীঅণুজীব