বাংলাদেশের ব্যাংকসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বাংলাদেশের ব্যাংকসমূহের তালিকা হচ্ছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে এমন ব্যাংকসমূহের একটি তালিকা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে; তালিকাভুক্ত বা তফসিলি ও অ-তালিকাভুক্ত বা অ-তফসিলি ব্যাংক। ৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক ও ৯টি বিদেশি ব্যাংকসহ বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি এবং অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি।[১] প্রথম দেশ হিসেবে বাংলাদেশই সামাজিক ব্যবসার ধারণায় প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক নামক ক্ষুদ্রঋণ সেবাদাতা প্রতিষ্ঠান, যা একটি বিশেষায়িত অ-তালিকাভুক্ত ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।[২] ২০০৬ সালে দারিদ্র বিমোচনে অবদান রাখায় গ্রামীণ ব্যাংক এবং মুহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।[৩]

কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।

তালিকাভুক্ত ব্যাংক

রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক

বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলোর শতভাগ অথবা প্রায় শতভাগ মালিকানা বাংলাদেশ সরকারের

ক্রমিকব্যাংকপ্রতিষ্ঠিতশাখাপ্রধান কার্যালয়ওয়েবসাইট
সোনালী ব্যাংক লিমিটেড১৯৭২১২৩১ টি৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশওয়েবসাইট
জনতা ব্যাংক লিমিটেড১৯৭২৯২১ টিজনতা ব্যাংক ভবন, ১১০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
অগ্রণী ব্যাংক লিমিটেড১৯৭২৯৭০ টি৯/ডি, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশওয়েবসাইট
রূপালী ব্যাংক লিমিটেড১৯৭২৫৮৬ টি৩৪, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশওয়েবসাইট
বেসিক ব্যাংক লিমিটেড১৯৮৮৭২ টি১৯৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশওয়েবসাইট
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড২০০৯৫০ টি৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০, বাংলাদেশওয়েবসাইট

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক

বাংলাদেশে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলোর বেশিরভাগ বা সমস্ত শেয়ার বা মালিকানা রয়েছে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে।

সাধারণ

বাংলাদেশে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৩৩টি ব্যাংক প্রথাগত বা সাধারণ ব্যাংকিং কার্যক্রম করে থাকে।

ক্রমিকব্যাংকপ্রতিষ্ঠিতশাখাপ্রধান কার্যালয়ওয়েবসাইট
পূবালী ব্যাংক লিমিটেড১৯৫৯৪৯৮ টি২৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
উত্তরা ব্যাংক লিমিটেড১৯৬৫২৪৫ টি৯০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
এবি ব্যাংক লিমিটেড১৯৮২১০৪ টি৩০-৩১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
আইএফআইসি ব্যাংক লিমিটেড১৯৮৩১৭০ টি৬১ পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি১৯৮৩২২৪ টি৩৪ গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
সিটি ব্যাংক লিমিটেড১৯৮৩১৩২ টি১৩৬, গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ন্যাশনাল ব্যাংক লিমিটেড১৯৮৩২২১ টি১১৬/১, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, রমনা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
এনসিসি ব্যাংক লিমিটেড১৯৮৫১২১ টিএনসিসি ব্যাংক ভবন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ইস্টার্ন ব্যাংক লিমিটেড১৯৯২৮৫ টি১০০ গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১০ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড১৯৯৫২৩৮ টিমতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১১ঢাকা ব্যাংক লিমিটেড১৯৯৫১০৯ টি৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১২প্রাইম ব্যাংক লিমিটেড১৯৯৫১৪৬ টি১১৯-১২০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১৩মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড১৯৯৫১১৯ টি২৬ গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১৪সাউথইস্ট ব্যাংক লিমিটেড১৯৯৫১৩৭ টি৫২-৫৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১৫বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড১৯৯৮৬৭ টিইউনূস ট্রেড সেন্টার, ৫২-৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১৬ওয়ান ব্যাংক লিমিটেড১৯৯৯১১১ টি৪৬, কাওরান বাজার, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১৭ট্রাস্ট ব্যাংক লিমিটেড১৯৯৯১১৪ টি৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১৮প্রিমিয়ার ব্যাংক লিমিটেড১৯৯৯১১৬ টি৪২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১৯ব্যাংক এশিয়া লিমিটেড১৯৯৯১৩৫ টি৩২ - ৩৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ,কারওয়ান বাজার, ঢাকাওয়েবসাইট
২০মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড১৯৯৯১৫১ টি৬১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২১ব্র্যাক ব্যাংক লিমিটেড২০০১১৮৭ টিদিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২২যমুনা ব্যাংক লিমিটেড২০০১১৫৩ টি২, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২৩এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০১৩৭৫ টি১১৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২৪এনআরবি ব্যাংক লিমিটেড২০১৩৪৬ টি৮৯, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২৫পদ্মা ব্যাংক লিমিটেড২০১৩৫৭ টি৪২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২৬মধুমতি ব্যাংক লিমিটেড২০১৩২৩ টি৬৫-৬৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২৭মিডল্যান্ড ব্যাংক লিমিটেড২০১৩৩৪ টি৪০/৭, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২৮মেঘনা ব্যাংক লিমিটেড২০১৩৪৭ টি৬৫, গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
২৯সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড২০১৩৮৮ টি৩৭, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
৩০সীমান্ত ব্যাংক লিমিটেড২০১৬১৮ টিসীমান্ত সম্ভার, বীর উত্তম ম. এ. রব সড়ক, সীমান্ত স্কয়ার, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
৩১কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড২০১৯১০ টিপুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
৩২বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০২০১৪ টিখন্দকার টাওয়ার (নিচতলা), ৯৯ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, বাংলাদেশওয়েবসাইট
৩৩সিটিজেনস ব্যাংক পিএলসি[৪]২০২০চিনিশিল্প ভবন-২, ৭৬ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশওয়েবসাইট

ইসলামী

বাংলাদেশে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ১০ টি ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম করে।

ক্রমিকব্যাংকপ্রতিষ্ঠিতশাখাপ্রধান কার্যালয়ওয়েবসাইট
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড১৯৮৩৩৪৯ টি৪০, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড১৯৮৭৩৩ টি১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৫২০৯ টি৬৩, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে১৯৯৫১৬৮ টি৯০/১, সিটি সেন্টার, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
এক্সিম ব্যাংক (বাংলাদেশ)১৯৯৯১৩১ টি১৪২, গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৯১৮৪ টিপ্লট#৩, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড১৯৯৯১৩৮ টি১২২-১২৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড২০০১১৩৪ টিপ্লট#৪, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ইউনিয়ন ব্যাংক লিমিটেড২০১৩৯০ টি৭২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
১০গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড২০১৩৬৯ টি৯৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশ

ওয়েবসাইট

বিদেশি বাণিজ্যিক ব্যাংক

বাংলাদেশে ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক কর্মরত রয়েছে। এই বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহ বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় ও শাখা কার্যালয় খুলে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

ক্রমিকব্যাংকপ্রতিষ্ঠিতশাখাআঞ্চলিক কার্যালয়ওয়েবসাইট
সিটিব্যাংক এনএ১৮১২৩ টি৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
এইচএসবিসি১৮৬৫৭ টি১৮৬ বীর উত্তম মীর শওকত আলী সড়ক, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
উরি ব্যাংক১৮৯৯৬ টি৬৫, গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
কমার্শিয়াল ব্যাংক অব সিলন১৯২০১৪ টিসড়ক-৫০, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান,  ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
হাবিব ব্যাংক লিমিটেড১৯৪১৭ টিসড়ক-৩, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ১৯৪৮২৩ টি৬৭ গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান১৯৪৯৪ টি৬৯, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ভারতীয় স্টেট ব্যাংক১৯৫৫৬ টি৫৭, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
ব্যাংক আলফালাহ্১৯৯৭৮ টি১৬৮, গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট

বিশেষায়িত ব্যাংক

বাংলাদেশে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে যেগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে। ব্যাংক তিনটি আলাদা আলাদা বিশেষ উদ্দেশ্য পূরণকল্পে গঠন করা হয়েছে।

ক্রমিকব্যাংকপ্রতিষ্ঠিতশাখাপ্রধান কার্যালয়ওয়েবসাইট
বাংলাদেশ কৃষি ব্যাংক১৯৭৩১০৩৮ টি৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক১৯৮৭৩৮৪ টি২৭২, বনলতা বাণিজ্যিক এলাকা, রাজশাহী, বাংলাদেশওয়েবসাইট
প্রবাসী কল্যাণ ব্যাংক২০১০১০০ টি৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন, ঢাকা -১০০০, বাংলাদেশওয়েবসাইট

অ-তালিকাভুক্ত ব্যাংক

বাংলাদেশে ৫টি অ-তালিকাভুক্ত ব্যাংক রয়েছে।

ক্রমিকব্যাংকপ্রতিষ্ঠিতশাখাপ্রধান কার্যালয়ওয়েবসাইট
জুবিলী ব্যাংক১৯১৩১ টি[৫]জানিপুর, খোকসা, কুষ্টিয়া, বাংলাদেশওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ আগস্ট ২০২০ তারিখে
গ্রামীণ ব্যাংক১৯৮৩২৫৬৮ টি[৬]গ্রামীণ ব্যাংক ভবন, মিরপুর-২, ঢাকা-১২১৬, বাংলাদেশওয়েবসাইট
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক১৯৯৬২৩৩ টি১৪, আউটার সার্কলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশওয়েবসাইট
কর্মসংস্থান ব্যাংক১৯৯৮২৪৫ টি১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০, বাংলাদেশওয়েবসাইট
পল্লী সঞ্চয় ব্যাংক২০১৪৪৮৫ টি৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা, বাংলাদেশওয়েবসাইট

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Financial System"bb.org.bd। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯ 
  2. "Introduction | Grameen Bank"www.grameen.com (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯ 
  3. "শান্তিতে নোবেল জয়"BBC News বাংলা। ২০১২-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩ 
  4. "Scheduling of "CITIZENS BANK PLC"" (পিডিএফ)Bangladesh Bank। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৬ 
  5. "শতবর্ষী জুবিলী ব্যাংকে গতি আনার উদ্যোগ | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭ 
  6. "Introduction"www.grameen.com। ২০১৮-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭ 
🔥 Top keywords: বিশেষ:অনুসন্ধানপ্রধান পাতারবীন্দ্রনাথ ঠাকুরবাংলাদেশকাজী নজরুল ইসলামবিড়ালমিয়া খলিফাশেখ মুজিবুর রহমানমোহনদাস করমচাঁদ গান্ধীবাংলা ভাষাএকাদশীবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকসোভোপ্লাস্টিক দূষণবাংলা ভাষা আন্দোলনভারতবিশ্ব তামাকমুক্ত দিবসএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপছয় দফা আন্দোলনপদ্মা সেতুবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাদক্ষিণেশ্বর কালীবাড়িবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাইউটিউবইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনফেসবুকস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবআমপরাশরভারতের স্বাধীনতা আন্দোলনভারত বিভাজনপশ্চিমবঙ্গগান বাংলাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলাদেশের জাতীয় বাজেটআনন্দবাজার পত্রিকাপায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহসুন্দরবনহিন্দুধর্মবাংলা বাগধারার তালিকাঅণুজীবরেজেপ তাইয়িপ এরদোয়ানজিয়াউর রহমানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরআসসালামু আলাইকুমমাইকেল মধুসূদন দত্তমুহাম্মাদসুনেরাহ বিনতে কামালবেদে জনগোষ্ঠীঢাকা মেট্রোরেলহাঁসনির্জলা একাদশীশেখ হাসিনাঘাসফড়িংঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)সবুজ টিয়ারামকৃষ্ণ পরমহংসতুরস্কবিভিন্ন দেশের মুদ্রাবিশ্ব দিবস তালিকাকলকাতাবেগম রোকেয়ারবীন্দ্র জাদেজাজয়নুল আবেদিনযোনিশিল্প বিপ্লবন্যাটোবাংলার ইতিহাসসুভাষচন্দ্র বসুসম্প্রদায়রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)বন বিড়ালবাংলাদেশ আওয়ামী লীগজলবায়ু পরিবর্তনবাল্যবিবাহআন্তর্জাতিক মাতৃভাষা দিবসসার্বিয়াকম্পিউটারজীববৈচিত্র্যকুরআনকৃত্রিম বুদ্ধিমত্তাটিয়াতুলসীতাজমহলমুজিবনগর সরকারস্বাস্থ্যবিধিবায়ুদূষণকৃষ্ণসত্যজিৎ রায়২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজীবনানন্দ দাশসাতই মার্চের ভাষণবাংলাদেশের সংবিধানশরৎচন্দ্র চট্টোপাধ্যায়মহাস্থানগড়মার্কিন যুক্তরাষ্ট্রস্বামী বিবেকানন্দ