ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

ভারত হল ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ

ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ।[১] এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
শ্রেণীযুক্তরাষ্ট্রীয় রাজ্য
অবস্থানভারতীয় প্রজাতন্ত্র
সংখ্যা২৮টি রাজ্য
৮টি কেন্দ্রশাসিত অঞ্চল
জনসংখ্যারাজ্য: সিকিম - ৬১০,৫৭৭ (সর্বনিম্ন); উত্তরপ্রদেশ - ১৯৯,৮১২,৩৪১ (সর্বাধিক)
কেন্দ্রশাসিত অঞ্চল: লাক্ষাদ্বীপ - ৬৪,৪৭৩ (সর্বনিম্ন); দিল্লি - ১৬,৭৮৭,৯৪১ (সর্বাধিক)
আয়তনরাজ্য: ৩,৭০২ কিমি (১,৪২৯ মা) গোয়া – ৩,৪২,২৬৯ কিমি (১,৩২,১৫১ মা) রাজস্থান
কেন্দ্রশাসিত অঞ্চল: ৩২ কিমি (১২ মা) লক্ষদ্বীপ – ৫৯,১৪৬ কিমি (২২,৮৩৬ মা) লাদাখ
সরকার
উপবিভাগ

ইতিহাস

প্রাক্-স্বাধীনতা যুগ

অতীতে ভারতীয় উপমহাদেশ শাসিত হয়েছিল ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী কর্তৃক। প্রতিটি জাতিগোষ্ঠীই এই ভূখণ্ডের প্রশাসনিক বিভাগ-সংক্রান্ত নিজস্ব নীতি কার্যকর করেছিল।[২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১] ব্রিটিশ আমলে পূর্ববর্তী (মুঘল) প্রশাসনিক কাঠামোটি মোটামুটি অক্ষুণ্ণ ছিল। সেই যুগে ভারত বিভক্ত হয়েছিল একাধিক প্রেসিডেন্সি ও প্রদেশ এবং দেশীয় রাজ্যে। প্রেসিডেন্সি ও প্রদেশগুলি ব্রিটিশদের দ্বারা প্রত্যক্ষভাবে শাসিত হত। ব্রিটিশ সাম্রাজ্যের অনুগত স্থানীয় রাজারা ছিলেন দেশীয় রাজ্যগুলির নামমাত্র শাসক। এই রাজ্যগুলির সার্বভৌমত্ব (অধিরাজত্ব) কার্যত ব্রিটিশ সম্রাটের হাতেই ন্যস্ত ছিল।

১৯৪৭–১৯৫০

তালিকা

রাজ্যসমূহ

রাজ্যআইএসওযানবাহন
সংকেত
রাজধানীবৃহত্তম শহররাজ্য প্রতিষ্ঠার তারিখজনসংখ্যা[১২]আয়তন
(বর্গ কি.মি.)
রাজ্য-পর্যায়ের
সরকারী ভাষা[১৩]
অতিরিক্ত রাজ্য-পর্যায়ের
সরকারী ভাষা[১৩]
অন্ধ্রপ্রদেশIN-APAPহায়দ্রাবাদ (আইনত)
অমরাবতী (কার্যত) টীকা ১[১৪][১৫]
বিশাখাপত্তনম১ অক্টোবর ১৯৫৩৪৯,৫০৬,৭৯৯১৬০,২০৫তেলুগু
অরুণাচল প্রদেশIN-ARARইটানগর২০ ফেব্রুয়ারি ১৯৮৭১,৩৮৩,৭২৭৮৩,৭৪৩ইংরেজি
আসামIN-ASASদিসপুর২৬ জানুয়ারি ১৯৫০৩১,২০৫,৫৭৬৭৮,৫৫০অসমীয়াবাংলা
বিহারIN-BRBRপাটনা২৬ জানুয়ারি ১৯৫০১০৪,০৯৯,৪৫২৯৪,১৬৩হিন্দিউর্দু
ছত্তিশগড়IN-CTCGনয়া রায়পুররায়পুর১ নভেম্বর ২০০০২৫,৫৪৫,১৯৮১৩৫,১৯৪হিন্দি
গোয়াIN-GAGAপানাজিভাস্কো দা গামা৩০ মে ১৯৮৭১,৪৫৮,৫৪৫৩,৭০২কোঙ্কণীমারাঠি
গুজরাতIN-GJGJগান্ধীনগরআহমেদাবাদ১ মে ১৯৬০৬০,৪৩৯,৬৯২১৯৬,০২৪গুজরাতি
হরিয়ানাIN-HRHRচণ্ডীগড়ফরিদাবাদ১ নভেম্বর ১৯৬৬২৫,৩৫১,৪৬২৪৪,২১২হিন্দিপাঞ্জাবি[১৬][১৭]
হিমাচল প্রদেশIN-HPHPশিমলা (গ্রীষ্মকালীন)

ধর্মশালা (শীতকালীন)

শিমলা২৫ জানুয়ারি ১৯৭১৬,৮৬৪,৬০২৫৫,৬৭৩হিন্দিইংরেজি
ঝাড়খণ্ডIN-JHJHরাঁচিজামশেদপুর১৫ নভেম্বর ২০০০৩২,৯৮৮,১৩৪৭৪,৬৭৭হিন্দিউর্দু[১৮]
কর্ণাটকIN-KAKAবেঙ্গালুরু১ নভেম্বর ১৯৫৬৬১,০৯৫,২৯৭১৯১,৭৯১কন্নড়
কেরলIN-KLKLতিরুবনন্তপুরমকোচি১ নভেম্বর ১৯৫৬৩৩,৪০৬,০৬১৩৮,৮৬৩মালয়ালম
মধ্য প্রদেশIN-MPMPভোপালইন্দোর১ নভেম্বর ১৯৫৬৭২,৬২৬,৮০৯৩০৮,২৫২হিন্দি
মহারাষ্ট্রIN-MHMHমুম্বাই১ মে ১৯৬০১১২,৩৭৪,৩৩৩৩০৭,৭১৩মারাঠি
মণিপুরIN-MNMNইম্ফল২১ জানুয়ারি ১৯৭২২,৮৫৫,৭৯৪২২,৩৪৭মেইতেইইংরেজি
মেঘালয়IN-MLMLশিলং২১ জানুয়ারি ১৯৭২২,৯৬৬,৮৮৯২২,৭২০ইংরেজিখাসি[ক]
মিজোরামIN-MZMZআইজল২০ ফেব্রুয়ারি ১৯৮৭১,০৯৭,২০৬২১,০৮১ইংরেজি, হিন্দি, মিজো
নাগাল্যান্ডIN-NLNLকোহিমাডিমাপুর১ ডিসেম্বর ১৯৬৩১,৯৭৮,৫০২১৬,৫৭৯ইংরেজি
ওড়িশাIN-ORODভুবনেশ্বর২৬ জানুয়ারি ১৯৫০৪১,৯৭৪,২১৮১৫৫,৮২০ওড়িয়া
পাঞ্জাবIN-PBPBচণ্ডীগড়লুধিয়ানা১ নভেম্বর ১৯৬৬২৭,৭৪৩,৩৩৮৫০,৩৬২পাঞ্জাবি
রাজস্থানIN-RJRJজয়পুর১ নভেম্বর ১৯৫৬৬৮,৫৪৮,৪৩৭৩৪২,২৬৯হিন্দিইংরেজি
সিকিমIN-SKSKগ্যাংটক১৬ মে ১৯৭৫৬১০,৫৭৭৭,০৯৬ইংরেজিভুটিয়া, গুরুং, লেপ্চা, লিম্বু, মাংগার, মুখিয়া, নেওয়ারি, রাই, শের্পা, তামাং
তামিলনাড়ুIN-TNTNচেন্নাই২৬ জানুয়ারি ১৯৫০৭২,১৪৭,০৩০১৩০,০৫৮তামিলইংরেজি
তেলেঙ্গানাIN-TGTSহায়দ্রাবাদটীকা ১২ জুন ২০১৪৩৫,১৯৩,৯৭৮[১৯]১১৪,৮৪০[১৯]তেলুগু, উর্দু[২০]
ত্রিপুরাIN-TRTRআগরতলা২১ জানুয়ারি ১৯৭২৩,৬৭৩,৯১৭১০,৪৯২বাংলা, ক্কবর্ক, ইংরেজি
উত্তর প্রদেশIN-UPUPলখনউকান্পুর২৬ জানুয়ারি ১৯৫০১৯৯,৮১২,৩৪১২৪৩,২৮৬হিন্দিউর্দু
উত্তরাখণ্ডIN-UTUKদেরাদুনটীকা ২৯ নভেম্বর ২০০০১০,০৮৬,২৯২৫৩,৪৮৩হিন্দিসংস্কৃত[২১]
পশ্চিমবঙ্গIN-WBWBকলকাতা২৬ জানুয়ারি ১৯৫০৯১,২৭৬,১১৫৮৮,৭৫২বাংলা, নেপালি[খ]হিন্দি, উর্দু, সাঁওতালি, উড়িষ্যা এবং পাঞ্জাবি
  • ^টীকা ১ ২০১৪ সালে ২রা জুন তারিখে অন্ধ্র প্রদেশকে দুইটি রাজ্যে ভাগ করা হয়; একটি হল তেলেঙ্গানা এবং অবশিষ্টাংশের নাম অন্ধ্র প্রদেশ রাখা হয়।[২২][২৩][২৪] হায়দ্রাবাদ শহরটি সম্পূর্ণরূপে তেলেঙ্গানার সীমানার ভেতরে পড়লেও কিছু সময়ের জন্য (সর্বোচ্চ ১০ বছর) উভয় রাজ্যের রাজধানীর দায়িত্ব পালন করবে।[২৫] ২০১৭ সালের প্রথমার্ধে অন্ধ্র প্রদেশের সরকার ও বিধানসভা রাজ্যটির পরিকল্পিত নতুন রাজধানী শহর অমরাবতীতে ক্ষণস্থায়ী কাঠামোসমূহের স্থানান্তর সম্পন্ন করে।[১৪]
  • ^টীকা ২ দেরাদুন উত্তরাখণ্ডের অস্থায়ী রাজধানী। গৈর্সৈণ শহরটিকে রাজ্যের নতুন রাজধানী শহর বানানোর পরিকল্পনা আছে।

কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

কেন্দ্রশাসিত অঞ্চলআইএসও ৩১৬৬-২:আইএনযানবাহন
সংকেত
রাজধানীবৃহত্তম শহরজনসংখ্যা[১২]আয়তন
(বর্গ কি.মি.)
অঞ্চল-পর্যায়ের
সরকারী ভাষা[১৩]
অতিরিক্ত অঞ্চল-পর্যায়ের
সরকারী ভাষা[১৩]
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জIN-ANANপোর্ট ব্লেয়ার৩৮০,৫৮১৮,২৪৯হিন্দি, ইংরেজিবাংলা, তামিল, হিন্দি
চণ্ডীগড়IN-CHCHচণ্ডীগড়[গ]১,০৫৫,৪৫০১১৪ইংরেজি ভাষা
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউIN-DDDDদমন৫৮৬,৯৫৬৬০৩হিন্দি, ইংরেজি, গুজরাতি, কোঙ্কণী[ঘ]
দিল্লিIN-DLDLনতুন দিল্লি[ঙ]১৬,৭৮৭,৯৪১১,৪৯০হিন্দি ভাষাপাঞ্জাবী, উর্দু[২৬]
লক্ষদ্বীপIN-LDLDকাবার্ট্টি৬৪,৪৭৩৩২ইংরেজি ভাষাহিন্দি ভাষা
পুদুচেরিIN-PYPYপুদুচেরি১,২৪৭,৯৫৩৪৯২ইংরেজি ভাষা,[২৭] তামিলমালয়ালম, তেলুগু
জম্মু ও কাশ্মীরIN-JKJKশ্রীনগর (গ্রীষ্মকালীন)
জম্মু (শীতকালীন)
শ্রীনগর১২,৫৪১,৩০২২২২,২৩৬
১০১,৩৮৭টীকা ১
উর্দু
লাদাখIN-LALAলেহ, কার্গিললেহ২,৯২,৪৯২১,৭৪,৮৫২টীকা ৩লাদাখিবাল্ট
  • ^টীকা ১ ভারতের দাবী অনুযায়ী জম্মু ও কাশ্মীরের আয়তন ২২২,২৩৬ বর্গকিলোমিটার; এর মধ্যে ১০১,৩৮৭ বর্গকিলোমিটার এলাকা ভারতীয় প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে।

প্রাক্তন রাজ্যসমূহ

 
১৯৫১ সালের ভারত
মানচিত্ররাজ্যরাজধানীবছরউত্তরাধিকারী রাজ্য(সমূহ)
 মধ্য ভারতগোয়ালিয়র (শীতকালীন)
ইন্দোর (গ্রীষ্মকালীন)
১৯৪৭–১৯৫৬মধ্য প্রদেশ
পূর্ব রাজ্যসংঘরায়পুর১৯৪৭–১৯৪৮বিহার, ওড়িশা, মধ্য প্রদেশ
 মাদ্রাজ রাজ্যমাদ্রাজ১৯৫০–১৯৬৯তামিলনাড়ু
 মহীশূর রাজ্যমহীশূর১৯৪৭–১৯৭৩কর্ণাটক
 পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়নপাতিয়ালা১৯৪৮–১৯৫৬পাঞ্জাব, ভারত
 বোম্বে রাজ্যবোম্বে১৯৪৭–১৯৬০মহারাষ্ট্র, গুজরাত
 ভোপাল রাজ্যভোপাল১৯৪৯–১৯৫৬মধ্য প্রদেশ
 সৌরাষ্ট্ররাজকোট১৯৪৮–১৯৫৬বোম্বে রাজ্য
 কুর্গ রাজ্যমাদিকেরি১৯৫০–১৯৫৬মহীশূর রাজ্য
 ত্রিবাঙ্কুর-কোচিন রাজ্যতিরুবনন্তপুরম১৯৪৯–১৯৫৬কেরল, তামিলনাড়ু
 হায়দ্রাবাদ রাজ্যহায়দ্রাবাদ১৯৪৮–১৯৫৬অন্ধ্র প্রদেশ
 বিন্ধ্যা প্রদেশরেওয়া১৯৪৮–১৯৫৬মধ্যপ্রদেশ
 কচ্ছ রাজ্যভুজ১৯৪৭–১৯৫৬বোম্বে রাজ্য
 বিলাসপুর রাজ্যবিলাসপুর১৯৪৮–১৯৫৪হিমাচল প্রদেশ
 কোচবিহার রাজ্যকোচবিহার১৯৪৯পশ্চিমবঙ্গ
 আজমীর রাজ্যআজমির১৯৪৭–১৯৫৬রাজস্থান
 জম্মু ও কাশ্মীরশ্রীনগর (গ্রীষ্মকালীন)
জম্মু (শীতকালীন)
১৯৫০-২০১৯

টীকা

  1. মেঘালয় রাজ্যের জৈন্তা-খাসি পাহাড়ের জেলাগুলিতে অবস্থিত রাজ্য সরকারের জেলা, উপ-বিভাগ ও ব্লক স্তরের কার্যালয়গুলিতে সমস্ত উদ্দেশ্যে খাসি ভাষাকে সহকারী প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে।
  2. দার্জিলিং জেলার দার্জিলিং ও কুরসেওং উপবিভাগগুলিতে বাংলা ও নেপালি প্রাতিষ্ঠানিক ভাষা।
  3. চণ্ডীগড় একই সাথে একটি শহর ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
  4. রাজ্য/কেন্দ্রের সাথে যোগাযোগ হিন্দি বা ইংরেজিতে করতে বলা হয়েছে।
  5. দিল্লি একই সাথে একটি শহর ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল।

তথ্যসূত্র

🔥 Top keywords: বিশেষ:অনুসন্ধানপ্রধান পাতারেজেপ তাইয়িপ এরদোয়ানবাংলাদেশকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানইন্ডিয়ান প্রিমিয়ার লিগহুমায়ূন ফরীদিমিয়া খলিফারাজশাহী বিশ্ববিদ্যালয়জিয়াউর রহমানগান বাংলাবাংলা ভাষামোহনদাস করমচাঁদ গান্ধীতুরস্কবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাতুরস্কের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩ভারতছয় দফা আন্দোলনবাংলা ভাষা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধনতুন সংসদ ভবন (ভারত)প্লাস্টিক দূষণপদ্মা সেতুবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাপশ্চিমবঙ্গইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইউটিউবফেসবুকনরেন্দ্র মোদী স্টেডিয়ামআমমোহাম্মদ সাহাবুদ্দিনসুন্দরবনশেখ হাসিনা২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসাতই মার্চের ভাষণমুহাম্মাদবিড়ালঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরহিন্দুধর্মবিকাশভারতের স্বাধীনতা আন্দোলনবাংলাদেশ আওয়ামী লীগআসসালামু আলাইকুমঅণুজীববাংলা বাগধারার তালিকাবিভিন্ন দেশের মুদ্রাকলকাতাসুভাষচন্দ্র বসুমুজিবনগর সরকারবাংলাদেশ সেনাবাহিনীভারত বিভাজনসিরাজউদ্দৌলারাজউক উত্তরা মডেল কলেজবিশ্ব দিবস তালিকাজয়নুল আবেদিনস্বামী বিবেকানন্দমহেন্দ্র সিং ধোনিবেগম রোকেয়ারবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)ঢাকা মেট্রোরেলপলাশীর যুদ্ধঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)বেদে জনগোষ্ঠীআন্তর্জাতিক মাতৃভাষা দিবসমাইকেল মধুসূদন দত্তবাংলাদেশের রাষ্ট্রপতিযোনিশাকিব খানশরৎচন্দ্র চট্টোপাধ্যায়কম্পিউটারকৃত্রিম বুদ্ধিমত্তাজীবনানন্দ দাশবায়ুদূষণমার্কিন যুক্তরাষ্ট্রসৌদি আরবসত্যজিৎ রায়কুরআনলালসালু (উপন্যাস)মুঘল সাম্রাজ্যআনন্দবাজার পত্রিকাআগরতলা ষড়যন্ত্র মামলাবাংলাদেশ জাতীয়তাবাদী দলবাল্যবিবাহতাজউদ্দীন আহমদরামায়ণসাজেক উপত্যকাবাংলাদেশের সংবিধানভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহসম্প্রদায়আয়াতুল কুরসিআব্দুর রহমান (মুফতি)ইসলামঅপারেশন সার্চলাইটলিচু