২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (ইংরেজি: 2023 FIFA U-20 World Cup) হলো ফিফা দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৩তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে। ১৯৭৭ সাল থেকে এই আসর অনুষ্ঠিত হয় যা ২০০৫ সাল পর্যন্ত ফিফা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিলো।
কোপা মুন্ডিয়াল সাব-২০ ডি লা ফিফা আর্জেন্টিনা ২০২৩ | |
---|---|
![]() | |
বিবরণ | |
স্বাগতিক দেশ | ![]() |
তারিখ | ২০ মে – ১১ জুন[১] |
দল | ২৪ |
মাঠ | ৪ (৪টি আয়োজক শহরে) |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩২ |
গোল সংখ্যা | ১০১ (ম্যাচ প্রতি ৩.১৬টি) |
দর্শক সংখ্যা | ৪,২৮,৬২০ (ম্যাচ প্রতি ১৩,৩৯৪ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() |
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এই আসরটি মূলত ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই প্রতিযোগিতাটি দুই বছর পিছিয়ে যায়। ২০২০ সালে ২৪শে ডিসেম্বর তারিখে ইন্দোনেশিয়াকে এই আসরটি আয়োজনের অধিকার প্রদান করা হয়েছিলো।[২]যদিও, ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ২৯ মার্চ ২০২৩ ফিফা ইন্দোনেশিয়ার আয়োজক স্বত্ব বাতিল করে । ১৭ এপ্রিল ২০২৩, ফিফা আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার পরিবর্তে টুর্নামেন্টের নতুন আয়োজক হিসেবে আর্জেন্টিনার নাম ঘোষণা করে।[৩][৪][৫]
ইউক্রেন অনূর্ধ্ব-২০ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালের ফাইনালে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে।
গ্রুপ পর্ব
প্রতিটি গ্রুপের সেরা দুটি দল এবং সমগ্র গ্রুপ পর্বের সেরা চারটি তৃতীয় স্থান অধিকারী দল নক-আউট পর্বে উত্তীর্ণ হবে।
টাইব্রেকার
দলসমূহের অবস্থান নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভর করে নির্ধারিত হবে:
- অর্জিত পয়েন্ট (জয়ের জন্য ৩, ড্রয়ের জন্য ১, হারের জন্য ০)
- গ্রুপ পর্বের শেষে গোল পার্থক্য
- সকল ম্যাচে করা মোট গোলসংখ্যা
- একই পয়েন্ট বিশিষ্ট দলের হেড-টু-হেড ম্যাচে পয়েন্ট অর্জন
- একই পয়েন্ট বিশিষ্ট দলের হেড-টু-হেড ম্যাচে গোল পার্থক্য
- একই পয়েন্ট বিশিষ্ট দলের হেড-টু-হেড ম্যাচে দল দুটি কর্তৃক করা গোলসংখ্যা
- ফেয়ার প্লে পয়েন্ট (হলুদ কার্ড: −১ পয়েন্ট; লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড মারফত): −৩ পয়েন্ট; সরাসরি লাল কার্ড: −৪ পয়েন্ট; হলুদ কার্ড ও সরাসরি লাল কার্ড: −৫ পয়েন্ট)
- লটারি
গ্রুপ এ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() | ৩ | ৩ | ০ | ০ | ১০ | ১ | +৯ | ৯ | নক-আউট পর্ব |
২ | ![]() | ৩ | ১ | ১ | ১ | ৫ | ৪ | +১ | ৪ | |
৩ | ![]() | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৭ | −৪ | ৪ | |
৪ | ![]() | ৩ | ০ | ০ | ৩ | ০ | ৬ | −৬ | ০ |
গ্রুপ বি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() | ৩ | ৩ | ০ | ০ | ৬ | ০ | +৬ | ৯ | নক-আউট পর্ব |
২ | ![]() | ৩ | ২ | ০ | ১ | ১১ | ২ | +৯ | ৬ | |
৩ | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৪ | +১ | ৩ | |
৪ | ![]() | ৩ | ০ | ০ | ৩ | ০ | ১৬ | −১৬ | ০ |
গ্রুপ সি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() | ৩ | ২ | ১ | ০ | ৫ | ৩ | +২ | ৭ | নক-আউট পর্ব |
২ | ![]() | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৪ | ০ | ৪ | |
৩ | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | −১ | ৩ | |
৪ | ![]() | ৩ | ০ | ২ | ১ | ২ | ৩ | −১ | ২ |
গ্রুপ ডি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() | ৩ | ২ | ০ | ১ | ১০ | ৩ | +৭ | ৬ | নক-আউট পর্ব |
২ | ![]() | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৪ | +২ | ৬ | |
৩ | ![]() | ৩ | ২ | ০ | ১ | ৪ | ৩ | +১ | ৬ | |
৪ | ![]() | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১১ | −১০ | ০ |
গ্রুপ ই
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() | ৩ | ২ | ১ | ০ | ৪ | ২ | +২ | ৭ | নক-আউট পর্ব |
২ | ![]() | ৩ | ২ | ০ | ১ | ৭ | ৩ | +৪ | ৬ | |
৩ | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৩ | ২ | +১ | ৩ | |
৪ | ![]() | ৩ | ০ | ১ | ২ | ০ | ৭ | −৭ | ১ |
গ্রুপ এফ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() | ৩ | ২ | ১ | ০ | ৪ | ২ | +২ | ৭ | নক-আউট পর্ব |
২ | ![]() | ৩ | ১ | ২ | ০ | ৪ | ৩ | +১ | ৫ | |
৩ | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৫ | ০ | ৩ | |
৪ | ![]() | ৩ | ০ | ১ | ২ | ৪ | ৭ | −৩ | ১ |
তৃতীয় স্থানাধিকারী দলগুলির অবস্থান
অব | গ্রুপ | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ডি | ![]() | ৩ | ২ | ০ | ১ | ৪ | ৩ | +১ | ৬ | নক-আউট পর্ব |
২ | এ | ![]() | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৭ | −৪ | ৪ | |
৩ | বি | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৪ | +১ | ৩ | |
৪ | ই | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৩ | ২ | +১ | ৩ | |
৫ | এফ | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৫ | ০ | ৩ | |
৬ | সি | ![]() | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | −১ | ৩ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট স্বপক্ষে গোল; ৪) ফেয়ার প্লে পয়েন্ট; ৫) লটারি
নক-আউট পর্ব
বন্ধনী
তৃতীয় স্থান নির্ধারক
ফাইনাল
তথ্যসূত্র
- ↑ "Bureau of FIFA Council approves increase of FIFA World Cup™ squads to 26 players"। FIFA.com। Fédération Internationale de Football Association। ২৩ জুন ২০২২। ১৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ "Update on FIFA Women's World Cup and men's youth competitions"। FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- ↑ হোসেন, মো আনোয়ার (২০২৩-০৪-০৮)। "ইসরায়েলকে 'লাল কার্ড' দেখিয়ে ফিফার 'হলুদ কার্ড' পেল ইন্দোনেশিয়া"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২১।
- ↑ "Indonesia stripped of hosting Under-20 World Cup by FIFA"। Associated Press। ২৯ মার্চ ২০২৩। ২৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩।
- ↑ "Argentina to host the U-20 World Cup"। FIFA। ১৭ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)