ভাবছেন কীভাবে আপনার পছন্দের শার্ট থেকে কালির দাগ দূর করবেন? জামাকাপড় থেকে কালি সরানোর জন্য বিশেষ টিপসগুলো অনুসরণ করুন।
কিছু টিপস- • যত দ্রুত সম্ভব পরিষ্কার শুরু করুন। • কালির দাগ ঘষে তোলার চেষ্টা করবেন না, এতে দাগ আরও ছড়াবে। • দাগ ভালো করে না উঠে গেলে ড্রায়ার ব্যবহার করা যাবে না, এতে দাগ স্থায়ী হয়ে যাবে। • কেমিক্যাল ছাড়াও দাগের উপর দুধ ব্যবহার করে দাগ তোলা যেতে পারে।